রাজপথে ইতিহাসের ফ্রেম, ধর্মতলায় শুরু চিত্রসাংবাদিকদের প্রদর্শনী ‘চিত্র যেথা ভয়শূন্য’

চিত্রসাংবাদিকদের ছবি প্রদর্শনী ‘চিত্র যেথা ভয়শূন্য’। ১৩০ জন চিত্রসাংবাদিকের ২৬৫টি প্রকাশিত ও অপ্রকাশিত ছবিতে ধরা পড়েছে সময়ের নানা মুহূর্ত।

রাজপথে ইতিহাসের ফ্রেম, ধর্মতলায় শুরু চিত্রসাংবাদিকদের প্রদর্শনী ‘চিত্র যেথা ভয়শূন্য’

অনেক সময় কথায় বা লেখায় যে অনুভূতি ধরা পড়ে না, নিঃশব্দে অথচ গভীরভাবে তা প্রকাশ করে একটি ছবি। রাজনীতি, খেলা কিংবা বিনোদনের জগৎ থেকে শুরু করে মর্মান্তিক দুর্ঘটনা বা প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগ— আবেগ ও অভিব্যক্তির সেই মুহূর্তগুলি চিত্রসাংবাদিকের ক্যামেরায় বন্দি হয়ে কালের নিয়মে হয়ে ওঠে ইতিহাসের দলিল। প্রতিদিন খবরের খোঁজে ক্যামেরা কাঁধে নিয়ে যাঁরা রাজপথে ঘুরে বেড়ান, বিপদের তোয়াক্কা না করে সময়ের গুরুত্বপূর্ণ মুহূর্তকে ফ্রেমবন্দি করেন, সেই সব চিত্রসাংবাদিকদের কাজই এবার উঠে এসেছে রাজপথের প্রদর্শনীতে।

ধর্মতলার সিধো-কানহু ডহরে ১৩০ জন নবীন ও প্রবীণ চিত্রসাংবাদিকের তোলা মোট ২৬৫টি প্রকাশিত ও অপ্রকাশিত ছবি নিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী ‘চিত্র যেথা ভয়শূন্য’। বৃহস্পতিবার এই প্রদর্শনীর উদ্বোধন হয়ে গেল। গত কয়েক বছর ধরেই সরস্বতী পুজোর সময় কলকাতা ফোটোজার্নালিস্টস’ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ধর্মতলার কাছে এই অভিনব আয়োজন হয়ে আসছে। সেখানেই বিভিন্ন সময়ের স্মরণীয় মুহূর্ত ধরা পড়েছে ছবির ফ্রেমে— মাদার টেরেসা বা উত্তম কুমারের প্রয়াণের সাদা-কালো ছবি, রাজনৈতিক পটপরিবর্তনের সাক্ষী থাকা দৃশ্য, ঝুঁকি নিয়ে রাজপথে কাজ করা সাংবাদিকদের পেশাদারিত্ব, আবার শহর কলকাতার উৎসব-আনন্দের রঙিন মুহূর্ত।


আয়োজনে বাহুল্য নেই, কিন্তু ভাবনায় রয়েছে স্পষ্ট নিজস্বতা। গ্যালারি বা মেলার পরিসর নয়, ছবিগুলি প্রদর্শিত হচ্ছে কলকাতার ব্যস্ত রাজপথ সংলগ্ন ফুটপাথে। ফোটোজার্নালিস্টস’ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিন্টু প্রধান জানান, গ্যালারিতে প্রদর্শনী করলে দর্শকসংখ্যা সীমিত থাকে। অথচ ব্যস্ত রাস্তায় ছবি সাজালে তা পথচলতি মানুষের চোখে পড়বে এবং বৃহত্তর পরিসরে পৌঁছবে। খবরের কাগজে অনেক সময় ছবি প্রকাশিত হয় না, আবার সব তোলা ছবিও ছাপা সম্ভব হয় না। সেই অপ্রকাশিত ছবিগুলিও সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ। চিত্রসাংবাদিকরা যেহেতু রাস্তায় নেমেই কাজ করেন, তাই তাঁদের ইচ্ছা, পথচলতি সকল মানুষই যেন সেই ছবির সাক্ষী হন।


প্রদর্শনী শুরু হতেই দেখা যাচ্ছে, অনেক পথচলতি মানুষ থমকে দাঁড়িয়ে ছবিগুলি দেখছেন। এ দিন প্রদর্শনীর উদ্বোধন করেন ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশিস কুমার-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রদর্শনী চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। কোথাও সাদা-কালো ফ্রেমে ধরা পড়েছে ইতিহাসের ভারী মুহূর্ত, কোথাও আবার উৎসবমুখর কলকাতার প্রাণবন্ত ছবি, কোথাও ক্রীড়াজগতের উত্তেজনা। শুধু রাজনীতি নয়, উৎসব, প্রকৃতি ও নানা ফিচার মিলিয়ে বহুমাত্রিক কলকাতাই উঠে এসেছে ‘চিত্র যেথা ভয়শূন্য’-এর প্রতিটি ফ্রেমে।

Post a Comment

নবীনতর পূর্বতন