৫,০০০ কোটি টাকা তুলতে নতুন এনসিডি ইস্যু আনল পিএফসি, চালু হল পিএসইউ-র প্রথম জিরো কুপন পাবলিক বন্ড

৫,০০০ কোটি টাকা তুলতে তৃতীয় পাবলিক এনসিডি ইস্যু চালু করল পিএফসি। এতে রয়েছে চলতি বছরে পিএসইউ-র প্রথম জিরো কুপন পাবলিক বন্ড।

আরএস ৫,০০০ কোটি তুলতে নতুন এনসিডি ইস্যু আনল পিএফসি, চালু হল পিএসইউ-র প্রথম জিরো কুপন পাবলিক বন্ড
কলকাতায় একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে পিএফসির সিএমডি পারমিন্দর চোপড়া, ডিরেক্টর (ফিন‌্যান্স) সন্দীপ কুমার এবং এগজিকিউটিভ ডিরেক্টর যশনীত গুরাম। বৃহস্পতিবার। ফটো : উদয় বাংলা

কলকাতা : পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন (পিএফসি) বৃহস্পতিবার তাদের তৃতীয় পাবলিক ইস্যু হিসেবে সুরক্ষিত ও রিডিমেবল নন-কনভার্টিবল ডিবেঞ্চার (এনসিডি) চালু ঘোষণা করল। এই ইস্যুর মাধ্যমে সংস্থাটি সর্বোচ্চ ৫,০০০ কোটি টাকা তুলতে চায়। কলকাতায় একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে পিএফসির চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর পারমিন্দর চোপড়া জানান, আগের বন্ড ইস্যুগুলিতে বিনিয়োগকারীদের শক্তিশালী সারা ভারতের বিদ্যুৎ খাতের প্রতি আস্থারই প্রতিফলন।


তিনি বলেন, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ও আত্মনির্ভরতার ক্ষেত্রে বিদ্যুৎ খাত একটি মৌলিক স্তম্ভ এবং এই খাতের রূপান্তরে আর্থিক সহায়ক হিসেবে পিএফসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রায় ৩০ মাস পর আসা এই পাবলিক এনসিডি ইস্যুর মূল ইস্যু সাইজ ৫০০ কোটি টাকা হলেও গ্রিন-শু অপশনের মাধ্যমে অতিরিক্ত সাবস্ক্রিপশন ধরে রেখে মোট ৫,০০০ কোটি টাকা পর্যন্ত তোলা হবে।

সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ট্রাঞ্চ–১ ইস্যুর বেস ইস্যু সাইজ ৫০০ কোটি টাকা, যার সঙ্গে রয়েছে সর্বোচ্চ ৪,৫০০ কোটি টাকার গ্রিন শু অপশন। এর ফলে মোট ইস্যুর পরিমাণ সর্বোচ্চ ৫,০০০ কোটি টাকায় পৌঁছাতে পারে, যা ১০,০০০ কোটি টাকার শেলফ লিমিটের মধ্যেই রয়েছে। ট্রাঞ্চ–১ এনসিডি ইস্যু আগামী শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ তারিখে খুলবে এবং ৩০ জানুয়ারি, ২০২৬ তারিখে বন্ধ হওয়ার কথা রয়েছে। তবে সেবি (নন-কনভার্টিবল সিকিউরিটিজ) রেগুলেশনস, ২০২১ অনুযায়ী প্রয়োজনে ইস্যুটি আগেভাগে বন্ধ বা মেয়াদ বাড়ানোর বিকল্প রাখা হয়েছে। এই এনসিডিগুলি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেডে তালিকাভুক্ত হওয়ার প্রস্তাব রয়েছে এবং এই ইস্যুর জন্য এনএসই-ই নির্ধারিত স্টক এক্সচেঞ্জ হিসেবে কাজ করবে।

পিএফসির এটি তৃতীয় পাবলিক এনসিডি ইস্যু এবং চলতি ক্যালেন্ডার বছরে কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রথম জিরো কুপন পাবলিক বন্ড ইস্যু। আগামী ১৬ জানুয়ারি থেকে এই ইস্যু সাবস্ক্রিপশনের জন্য খুলবে এবং ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে। পারমিন্দর চোপড়া জানান, সংস্থার আগের পাবলিক বন্ড ইস্যুগুলি পাঁচ গুণেরও বেশি সাবস্ক্রাইব হয়েছিল।

এই এনসিডি ইস্যুতে ৫, ১০ এবং ১৫ বছরের একাধিক সিরিজ রাখা হয়েছে। এর মধ্যে জিরো কুপন বন্ড অপশনটি বিশেষভাবে উল্লেখযোগ্য, যা পাবলিক বন্ড মার্কেটে কোনও পিএসইউ-র ক্ষেত্রে প্রথম। এই জিরো কুপন বন্ড ১০ বছরে বিনিয়োগের পরিমাণ প্রায় দ্বিগুণ করার মতোভাবে গঠন করা হয়েছে এবং এর রিটার্নে লং টার্ম ক্যাপিটাল গেইন কর প্রযোজ্য হবে। অন্য সিরিজগুলিতে কিউমুলেটিভ সুদের সুবিধা রয়েছে, যেখানে ১৫ বছরে বিনিয়োগ প্রায় তিন গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে, যা খুচরো ও প্রাতিষ্ঠানিক—দুই ধরনের বিনিয়োগকারীর জন্যই আকর্ষণীয়।

সংস্থার আর্থিক শক্তির দিকটি তুলে ধরে চোপড়া জানান, পিএফসি দেশের মোট ইনস্টলড বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রায় ৫০ শতাংশে অর্থায়ন করেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সংস্থার লোন অ্যাসেট বুকের পরিমাণ ছিল ৫.৬১ লক্ষ কোটি টাকা। চলতি আর্থিক বছরের প্রথম ছয় মাসে প্রায় ৮,৯০০ কোটি টাকা লাভ করেছে পিএফসি।

এই সব পরিসংখ্যান পিএফসির দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি, স্থিতিশীলতা ও পরিণত ব্যবস্থাপনারই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

Post a Comment

নবীনতর পূর্বতন