বাংলায় বিজেপির উন্নয়ন মডেলে ভরসা জেন জির, মালদায় সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদির

মালদায় নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করলেন, দেশের জেন জি বিজেপির উন্নয়ন মডেলে বিশ্বাস রাখছে। মুম্বই পুরসভার বড় জয়ের উদাহরণ টেনে তৃণমূল সরকারকে নিশানা এবং অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা।

বাংলায় বিজেপির উন্নয়ন মডেলে ভরসা জেন জির, মালদায় সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদির
মালদহের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যে নেতারা। শনিবার।
মালদহ : নির্বাচনমুখী বাংলায় বিজেপির উন্নয়ন মডেলের প্রতি দেশের জেন জি আস্থা রাখছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার মালদায় এক জনসভা থেকে তিনি মুম্বইয়ের পুরসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের কথা তুলে ধরে বলেন, স্থানীয় স্তরের ভোটে এই বিপুল সমর্থন প্রমাণ করে যে নতুন প্রজন্ম বিজেপির উন্নয়ন রাজনীতিতে বিশ্বাসী। তাঁর কথায়, মুম্বইয়ের ব্রিহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের জন্য বিজেপি রেকর্ড জয় পেয়েছে এবং সেই ধারাই বাংলাতেও দেখা যাবে বলে তিনি আশাবাদী।

আগামী কয়েক মাসের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী বাংলাতেই বলেন, “এই সরকার পালানো দরকার।”

তাঁর অভিযোগ, তৃণমূল সরকার নির্মম ও নিষ্ঠুরভাবে সাধারণ মানুষের টাকা লুট করছে এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক সাহায্য বাংলার মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না। মোদির দাবি, তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে পারলেই বাংলায় প্রকৃত উন্নয়ন আসবে।

অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূলকে কাঠগড়ায় তুলে প্রধানমন্ত্রী বলেন, এই সরকার অনুপ্রবেশকারীদের আড়াল করছে। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় অনুপ্রবেশের বিরুদ্ধে বড়সড় কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

পাশাপাশি প্রতিবেশী দেশ থেকে আসা নির্যাতিত শরণার্থী, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করে তিনি বলেন, তাঁদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ তাঁদের সুরক্ষা দিচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন