মালদায় নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করলেন, দেশের জেন জি বিজেপির উন্নয়ন মডেলে বিশ্বাস রাখছে। মুম্বই পুরসভার বড় জয়ের উদাহরণ টেনে তৃণমূল সরকারকে নিশানা এবং অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা।
![]() |
| মালদহের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যে নেতারা। শনিবার। |
আগামী কয়েক মাসের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী বাংলাতেই বলেন, “এই সরকার পালানো দরকার।”
তাঁর অভিযোগ, তৃণমূল সরকার নির্মম ও নিষ্ঠুরভাবে সাধারণ মানুষের টাকা লুট করছে এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক সাহায্য বাংলার মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না। মোদির দাবি, তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে পারলেই বাংলায় প্রকৃত উন্নয়ন আসবে।
অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূলকে কাঠগড়ায় তুলে প্রধানমন্ত্রী বলেন, এই সরকার অনুপ্রবেশকারীদের আড়াল করছে। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় অনুপ্রবেশের বিরুদ্ধে বড়সড় কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
পাশাপাশি প্রতিবেশী দেশ থেকে আসা নির্যাতিত শরণার্থী, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করে তিনি বলেন, তাঁদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ তাঁদের সুরক্ষা দিচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন