বেলডাঙার অশান্তির আবহে বহরমপুরে রোড শো, অধীর ও ‘নতুন গদ্দার’ ইস্যুতে তোপ অভিষেকের

বহরমপুরে রোড শো ও সভা থেকে বিজেপি, কংগ্রেস ও দলছুট নেতাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বেলডাঙার অশান্তির আবহে বহরমপুরে রোড শো, অধীর ও ‘নতুন গদ্দার’ ইস্যুতে তোপ অভিষেকের
বহরমপুরে রোড শোয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার।
বহরমপুর : ঝাড়খণ্ডে কর্মরত বেলডাঙার এক যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে যখন উত্তাল মুর্শিদাবাদের বেলডাঙা, ঠিক সেই আবহেই শনিবার বহরমপুরে রোড শো ও জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে তিনি কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে সরাসরি আক্রমণ করেন এবং নাম না করে তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত এক বিধায়ককেও নিশানা করেন।

অভিষেক বলেন, বহরমপুরে তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। তাঁর অভিযোগ, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করা অধীর চৌধুরীকে মানুষ ইতিমধ্যেই হারিয়েছেন। বেলডাঙার পরিস্থিতি নিয়ে তিনি জানান, সভায় আসার আগেই অশান্তির খবর পেয়েছিলেন এবং কর্মসূচি বাতিল করার পরামর্শও দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা মানেননি। তাঁর দাবি, বিজেপির এক প্রার্থীর আসল রূপ খুব শীঘ্রই সামনে আসবে। সেই সঙ্গে সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে তিনি বলেন, বিজেপিকে অক্সিজেন দেওয়া যাবে না।

নাম না করে অভিষেক মন্তব্য করেন, বাংলায় নতুন এক ‘গদ্দার’ তৈরি হয়েছে এবং বিজেপির নেতাদের ইন্ধন ও মদের জোগানেই বেলডাঙায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি কেন্দ্র সরকারকেও আক্রমণ করে তিনি বলেন, নদীভাঙনের মতো গুরুতর সমস্যায় কেন্দ্র কোনও সাহায্য করে না। এসআইআর ইস্যুতেও কড়া হুঁশিয়ারি দিয়ে অভিষেক জানান, এই বিষয়টি তিনি ছাড়বেন না—খেলা শুরু করেছে কেন্দ্র, শেষ করবে তৃণমূলই।

উল্লেখ্য, ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করা বেলডাঙার ওই যুবকের রহস্যমৃত্যু ঘিরে গত শুক্রবার তাঁর দেহ বাড়িতে পৌঁছনোর পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। জাতীয় সড়ক অবরোধ করা হয়, ব্যাহত হয় রেল পরিষেবা। শনিবারও পরিস্থিতি ছিল অশান্ত।

জানা গিয়েছে, ভাড়া বাড়িতে থাকা ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের আগে শেষবার তাঁর মায়ের সঙ্গে কথা হয়েছিল এবং তখন তিনি ভয় ও আশঙ্কার কথা জানিয়েছিলেন। ঘটনার পরেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন