মেয়ের কাছেই থাকবে বাংলা, বিজেপিকে কড়া বার্তা অভিষেকের

বিজেপি ও দিল্লির বিরুদ্ধে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটাধিকার হরণ, এসআইআর বিতর্ক ও ২০২৬-এর লড়াইয়ে বাংলার অদম্য মনোভাবের কথা তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

মেয়ের কাছেই থাকবে বাংলা, বিজেপিকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের বিজেপি ও কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করে তীব্র ভাষায় বার্তা দিলেন। সোমবার ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি স্পষ্ট ভাষায় জানান, বাংলা থাকবে মেয়ের কাছেই এবং বিজেপিকে যদি কিছু সামলাতে হয়, তা হলে পারলে দিল্লি সামলাক। অভিষেকের অভিযোগ, বিজেপির তথাকথিত ‘প্রচারমন্ত্রী’ উন্নয়নের কাজে যতটা সময় দেওয়ার কথা, তার অর্ধেক সময়ও না দিয়ে আত্মপ্রচারমূলক স্লোগান তৈরি করতেই ব্যস্ত। ‘সোনার বাংলা’, ‘কমল ছাপ’ কিংবা ‘পরিবর্তন’-এর মতো শব্দবন্ধ ছাড়া দিল্লির শাসকদের কাছ থেকে বাংলা কিছুই পায়নি বলে কটাক্ষ করেন তিনি।

বিজেপির ‘পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার’ স্লোগানকে আক্রমণ করে অভিষেক লেখেন, বিজেপি আসলে বাংলার মানুষকে বদলে দিতে চায়। কিন্তু কিছু জমিদার মানসিকতার মানুষ অপমান ও শাস্তির ভয় দেখালেও বাংলা মাথা নত করবে না, ভাঙবে না, বদলাবেও না। তাঁর দাবি, ২০২৬ সালের পরে ১০ কোটি মানুষের গণতান্ত্রিক রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গর্ব গিলে ‘জয় বাংলা’ বলতে বাধ্য করবে, একজন পরাজিত মানুষের মতো, যিনি বাংলার অদম্য আত্মাকে কোনও দিনই জয় করতে পারেননি।

কৃষ্ণনগরের চাপড়ায় হওয়া বিশাল রোড শোকে সামনে রেখে অভিষেক বলেন, আকাশে আগুনের অক্ষরে রায় লিখে দিয়েছে মানুষ। মানুষ ঐক্যবদ্ধ, ক্ষুব্ধ এবং বাংলা-বিরোধীদের বিদায় জানাতে দৃঢ়প্রতিজ্ঞ। তাঁর দাবি, কৃষ্ণনগর থেকে তৃণমূল কংগ্রেস ঝড়ের গতিতে ক্লিন সুইপ করবে এবং গোটা বাংলা বিজেপিকে ৫০-র নীচে নামিয়ে দেবে। বাংলার জয় অনিবার্য বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, আরেকটি পোস্টে সোমবার বারাসাতের ‘রণ সংকল্প সভা’য় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা তুলে ধরে অভিষেক জানান, এই জনসমাগম প্রমাণ করে দিয়েছে যে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে রুখতে এবং বাংলা-বিরোধীদের যোগ্য জবাব দিতে সবাই প্রস্তুত। সভার মঞ্চে উপস্থিত পাঁচজন মানুষের উদাহরণ দিয়ে তিনি অভিযোগ করেন, তাঁরা সকলেই জীবিত ও সুস্থ থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলার ভোটার হওয়ার কারণে বিজেপির ইশারায় নির্বাচন কমিশনের এসআইআর-এর খসড়া তালিকায় তাঁদের ‘মৃত’ ঘোষণা করা হয়েছে। এই অপরিকল্পিত এসআইআর-এর মাধ্যমে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত তৃণমূল কংগ্রেস কোনও ভাবেই বাস্তবায়িত হতে দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, বৈধ নাগরিকদের ভোটাধিকার রক্ষা করতে তৃণমূল কংগ্রেস দৃঢ়প্রতিজ্ঞ এবং স্বৈরাচারী দিল্লির জমিদারদের গণতান্ত্রিক পথেই উপযুক্ত জবাব দেওয়া হবে। তাঁর বার্তার শেষে স্পষ্ট ঘোষণা—যতই হামলা হোক, আবার জিতবে বাংলা।

Post a Comment

নবীনতর পূর্বতন