বাংলার প্রাপ্য কেন্দ্রীয় টাকা আটকে রেখেছেন মোদি, নদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নদিয়ায় জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তহবিল আটকে রেখে বাংলার মানুষকে দুর্ভোগে ফেলা হয়েছে বলে অভিযোগ তাঁর।

বাংলার প্রাপ্য কেন্দ্রীয় টাকা আটকে রেখেছেন মোদি, নদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নদিয়ার চাপড়ায় সমাবেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। রবিবার।

কলকাতা : পশ্চিমবঙ্গের প্রাপ্য কেন্দ্রীয় তহবিল আটকে রেখে রাজ্যের মানুষকে ইচ্ছাকৃতভাবে দুর্ভোগে ফেলা হয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার নদিয়া জেলায় এক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি নিশানা করে তিনি বলেন, গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে বাংলার মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন। তাঁর দাবি, এই কারণেই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ৫০টি আসনের গণ্ডিও পার করতে পারবে না।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য আসে এমন এক দিনে, যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে সভা করে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনকে ‘মহা জঙ্গলরাজ’ আখ্যা দিয়ে পরিবর্তনের ডাক দেন। নদিয়ার সভা থেকে অভিষেক পাল্টা বলেন, প্রধানমন্ত্রী বাংলার মানুষের জন্য বরাদ্দ টাকা আটকে রেখে তাঁদের হয়রানি করেছেন এবং তার জবাব মানুষ ভোটের মাধ্যমে দেবে। তিনি আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টি তুলে ধরেছেন এবং এবার তা নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু।

ডায়মন্ড হারবারের সাংসদ দাবি করেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের পতনের সূচনা হবে বাংলা থেকেই। তাঁর কথায়, তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরলে দিল্লিতেও পরিবর্তন আসবে। ‘পরিবর্তন হবে’ স্লোগান তুলে ধরে তিনি বলেন, বাংলার মানুষই আগামী দিনে দিল্লির ক্ষমতার রাশ বদলে দেবে।

সম্প্রতি কলকাতায় আই-প্যাকের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিরোধী শাসিত রাজ্যগুলিকে চাপে রাখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করছে বিজেপি। তাঁর দাবি, নির্বাচনের আগে তৃণমূলের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু মানুষের সমর্থন তাঁদের সঙ্গে রয়েছে। ২০২১ সালের নির্বাচনের আগেও তাঁর বিরুদ্ধে ইডি ও সিবিআইকে ব্যবহার করা হয়েছিল, তাতেও বিজেপি ব্যর্থ হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গেও গুরুতর অভিযোগ তোলেন অভিষেক। তাঁর দাবি, অবৈধ অনুপ্রবেশ নিয়ে এত অভিযোগের পরেও সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যে ৫৪ লক্ষ ‘আনম্যাপড ভোটার’ চিহ্নিত হয়েছেন। এই ফলাফল পছন্দ না হওয়ায় এখন এক কোটির বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তৃণমূল কংগ্রেস তা কোনওভাবেই মেনে নেবে না বলেও স্পষ্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন