এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনার মধ্যে ১২ ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে ‘May I Help You’ ক্যাম্প চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
![]() |
| ফাইল ছবি। |
শাসকদল সূত্রের খবর, সমীক্ষার ভিত্তিতে সংগঠনের হাতে ইতিমধ্যেই রয়েছে সেই তালিকা, যেখানে কার কার নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে তা উল্লেখ রয়েছে। সেই অনুযায়ী নতুন করে নাম তোলার প্রস্তুতিও নেওয়া হয়েছে। প্রশাসনিক সহযোগিতাকেই সবচেয়ে জরুরি বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, ১২ ডিসেম্বর থেকে নতুন পর্বের কাজ শুরু হবে।
সংখ্যালঘু অধ্যুষিত মালদহ জেলার মাটিতে দাঁড়িয়ে মমতা ফের আশ্বাস দেন, পশ্চিমবঙ্গে কোনওভাবেই ‘ডিটেনশন ক্যাম্প’ তৈরি হতে দেবেন না। বৃহস্পতিবার তাঁর কর্মসূচি রয়েছে মুর্শিদাবাদে। সেখানেও এসআইআর নিয়ে মানুষের হয়রানির প্রসঙ্গ তুলবেন বলে ইঙ্গিত দেন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই এই সব অমানবিক কাজ হচ্ছে। পাশাপাশি বিজেপিকে সরাসরি আক্রমণ করে বলেন—কোনও কৌশলেই বিজেপি বাংলায় দখল নিতে পারবে না। বিজেপিকে ‘ছারপোকা’ বলে কটাক্ষ করে তিনি আরও বলেন, “এই ছারপোকাদের গণতান্ত্রিকভাবেই মারতে হবে।”
গাজোলের সভা থেকে মুখ্যমন্ত্রী আরও ইঙ্গিত দেন, ভোটের আগে নতুন কোনও জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করা হতে পারে। তিনি বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা তুলে ধরেন এবং ‘লক্ষ্মীর ভান্ডার’-সহ বর্তমান পরিকল্পনাগুলির সাফল্যের কথাও জনতার সামনে তুলে ধরেন।

একটি মন্তব্য পোস্ট করুন