নিউ টাউনে ডিসেম্বরেই শুরু হচ্ছে ‘দুর্গা অঙ্গন’ নির্মাণ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ডিসেম্বরে নিউ টাউনে শুরু হচ্ছে দুর্গা অঙ্গনের নির্মাণ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ডিসেম্বরে নিউ টাউনে শুরু হচ্ছে দুর্গা অঙ্গনের নির্মাণ। হিডকোর তত্ত্বাবধানে মহাকাল মন্দিরও গড়ে উঠবে ইকোপার্কের কাছে।

কলকাতা : নিউ টাউনে বহু প্রতীক্ষিত দুর্গা অঙ্গন নির্মাণের কাজ শুরু হতে চলেছে আগামী ডিসেম্বরেই। মঙ্গলবার নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন। তিনি জানান, ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে যে প্রকল্পের কথা বলেছিলেন, সেই দুর্গা অঙ্গন এবার বাস্তবায়নের পথে। পুরো প্রকল্পের দায়িত্বে থাকছে হিডকো, এবং সংস্থার চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন—ডিসেম্বরে কোনও একদিন ভিতপুজোর পরই শুরু হবে মহাকাল মন্দির নির্মাণের কাজ।

ইকোপার্কের লাগোয়া, রামকৃষ্ণ মিশনের জমির পাশে গড়ে উঠবে এই নতুন ধর্মীয়-সাংস্কৃতিক পরিকাঠামো। রাজ্য সরকারের মতে, দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর পর্যটনে যে মুনাফা ও গতি এসেছে, নিউ টাউনের দুর্গা অঙ্গন তৈরির পর ইকোপার্ক কেন্দ্রিক পর্যটন আরও সমৃদ্ধ হবে। দিঘার মন্দিরে যেমন রাজ্যের বাইরের পর্যটকও ভিড় বাড়াচ্ছেন, তেমনই নিউ টাউনেও এই উদ্যোগ নতুন আকর্ষণ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গের শিলিগুড়িতেও বৃহৎ মহাকাল মন্দির নির্মাণের জন্য জমি চিহ্নিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী এদিন জানান। সব সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শনের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হিন্দু-মুসলিম-শিখ, সব ধর্ম-বর্ণ-জাতিকে আমরা সম্মান করি।”

নিউ টাউনে দুর্গা অঙ্গনের কাজ শুরু হলে দিঘার জগন্নাথ মন্দিরের সাফল্যের অনুকরণে রাজ্যের ধর্মীয় পর্যটনে আরও এক নতুন অধ্যায় শুরু হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন