বারাণসীতে বিজেপি নেত্রীর ফ্ল্যাটে সেক্স র‌্যাকেট, গ্রেপ্তার ১৩

বারাণসীর সিগরায় বিজেপি নেত্রী শালিনী যাদবের ফ্ল্যাট থেকে সেক্স র‌্যাকেট ধরা পড়ে। বাজেয়াপ্ত আপত্তিকর সামগ্রী ও মোবাইল।

বারাণসীতে বিজেপি নেত্রীর ফ্ল্যাটে থেকে সেক্স র‌্যাকেট, গ্রেপ্তার ১৩

বারাণসী :
বারাণসীর সিগরা এলাকায় বিজেপি নেত্রী শালিনী যাদবের ফ্ল্যাট থেকে সোমবার রাতে এক বড়সড় সেক্স র‌্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ। শাক্তি শিক্ষা অ্যাপার্টমেন্টের ১১২ নম্বর ফ্ল্যাটটিতে স্পা সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরেই দেহব্যবসা চলছিল বলে অভিযোগ। ওই ফ্ল্যাটটি শালিনীর স্বামী অরুণ যাদবের নামে রেজিস্টার্ড এবং তিনি সেটি ভাড়া দিয়েছিলেন। রাতের অভিযানেই পুলিশ ৯ তরুণী ও ৪ পুরুষকে গ্রেফতার করে। উদ্ধার হয়েছে একাধিক আপত্তিকর সামগ্রী, রেজিস্টার, মোবাইল ফোন ও ব্যবহৃত কন্ডোম।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তরুণীরা বারাণসীর আশপাশের বিভিন্ন জেলা থেকে আসত। গোপন সূত্রে খবর পেয়ে সিগরা থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) যৌথভাবে হানা দেয় স্পা সেন্টারটিতে। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, এই নেটওয়ার্ক আশপাশের জেলাগুলিতেও ছড়ানো ছিল। শুধু সিগরাই নয়—মহমূরগঞ্জ, ভেলূপুর ও ক্যান্ট এলাকাতেও একাধিক স্পা সেন্টারে তল্লাশি চালিয়েছে পুলিশ।

ঘটনা নিয়ে শালিনী যাদবের প্রতিক্রিয়া জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনও সাড়া দেননি। উল্লেখযোগ্যভাবে, শালিনী যাদবের রাজনৈতিক সফরও কম চর্চার নয়—২০১৭ সালে তিনি কংগ্রেসের টিকিটে বারাণসীর মেয়র নির্বাচনে লড়েছিলেন এবং দ্বিতীয় স্থান দখল করেন। ২০১৯-এ সমাজবাদী পার্টির প্রার্থী হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লোকসভা ভোটেও লড়াই করেন ও দ্বিতীয় হন। পরে ২০২৩ সালের ২৪ জুলাই তিনি বিজেপিতে যোগ দেন, যদিও দলে কোনও পদে ছিলেন না।

গাজীপুরের বাসিন্দা শালিনী পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) পাশ করে তিনি ফ্যাশন ডিজাইনে ডিপ্লোমা করেন। তাঁর শ্বশুর শ্যামলাল যাদব ছিলেন কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সেখান থেকেই মূলত তাঁর রাজনীতিতে প্রবেশ।

এই ঘটনার পর পুরো সিগরা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, আর অভিযানের পর পুলিশ আরও কয়েকটি স্পার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।


Post a Comment

নবীনতর পূর্বতন