শীত মরশুমে মায়াপুরে পর্যটকের ঢল, গীতা জয়ন্তীতে রেকর্ড ভিড় ইসকনে

গীতা জয়ন্তী এখন আর শুধুই ভারতের উৎসব নয়, বরং আন্তর্জাতিক সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়েছে।

শীত মরশুমে মায়াপুরে পর্যটকের ঢল, গীতা জয়ন্তীতে রেকর্ড ভিড় ইসকনে

মায়াপুর :
শীতের শুরুতেই ভক্তদের ভিড়ে উপচে পড়ল মায়াপুর ইসকনে। গীতা জয়ন্তী উপলক্ষে সপ্তাহজুড়ে আয়োজিত আন্তর্জাতিক উৎসবে যেমন ভক্তরা সমবেত হয়েছিলেন, তেমনই দেশ-বিদেশের সাধারণ পর্যটকের ঢল নামে ইসকন হেডকোয়ার্টারে। ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর, ছ’দিনে ইসকনের হিসেব বলছে, কমপক্ষে তিন লক্ষ মানুষ মায়াপুরে সমবেত হয়েছেন। শান্ত, আধ্যাত্মিক, কিন্তু নজিরবিহীন এই ভিড় ইসকনের অতীত রেকর্ড ছাপিয়ে গিয়েছে।

ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, গীতা জয়ন্তী এখন আর শুধুই ভারতের উৎসব নয়, বরং আন্তর্জাতিক সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়েছে। আমেরিকা, রাশিয়া, স্পেন, জার্মানি, ফ্রান্স-সহ বহু দেশের প্রতিনিধি হাজির ছিলেন এই উৎসবে। তাঁর কথায়, প্রায় ১০ হাজার যুবক-যুবতী আগেই অনলাইনে নাম নথিভুক্ত করেছিলেন এবং তাঁরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ওয়াক-ইন পর্যটকের ভিড়। কোনও পূর্ব-নিবন্ধন ছাড়াই যে সংখ্যক মানুষ এসেছেন, তা ইসকনের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

গীতা যজ্ঞ, কীর্তন-ভজন, গীতা পাঠ, বিশেষ পুজো— ইত‌্যাদি নানামুখী অনুষ্ঠান যেমন পর্যটকদের টেনেছে, তেমনই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু নির্মীয়মাণ ‘টেম্পল অব দ্য ভেদিক প্ল্যানেটোরিয়াম’ (TOVP)-এর অভ্যন্তর পরিদর্শনের সুযোগ। শীত পড়তেই বেড়াতে আসা বহু সাধারণ পর্যটককেও কিন্তু গীতা জয়ন্তীর আলো-সজ্জা, সঙ্গীত, আধ্যাত্মিক আবহ মায়াপুরে টেনে এনেছে।

ইসকনের বিশেষ আকর্ষণ নদীপথও উৎসবের বাড়তি আনন্দ এনে দিয়েছে। জলঙ্গী, ভাগীরথী (হুগলি) এবং গঙ্গার সঙ্গমের কাছাকাছি হওয়ায় নৌকাভ্রমণে বিকেলের নরম আলো খেলেছে উৎসবের সুরে। নদীপাড়ের সৌন্দর্য যেন মায়াপুরের আধ্যাত্মিক পরিবেশকে আরও অলৌকিক করে তুলেছে।

গীতা জয়ন্তীর তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে রসিক গৌরাঙ্গ দাস জানান, প্রায় ৫১৫৮ বছর আগে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে হতাশাগ্রস্ত অর্জুনকে যে দিব্য জ্ঞান প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই কথোপকথনই ভগবদগীতা। মানব ধর্মতত্ত্বের সার হিসেবেই এই গীতাকে মানা হয়, এবং সেই ঐতিহ্য স্মরণ করেই প্রতিবছর পালিত হয় গীতা জয়ন্তী।

ইসকন কর্তৃপক্ষের মতে, এ বছরের নজিরবিহীন ভিড় প্রমাণ করেছে—গীতা জয়ন্তী আর শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি আজ আন্তর্জাতিক পর্যটনেরও বিশেষ আকর্ষণ। শীতের প্রথম সপ্তাহেই যার টানে দেশ-বিদেশের হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন মায়াপুরে।

Post a Comment

নবীনতর পূর্বতন