৫ মাসের শিশুকে খুনের অভিযোগ, গ্রেপ্তার দুই সমকামী বান্ধবী

কেলামঙ্গলম থানার পুলিশ ভারতী এবং সুমিত্রাকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে।

চেন্নাই: এক পাঁচ মাসের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের মায়ের এবং মায়ের সমকামী সঙ্গিনীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার চিনাতি।অভিযোগকারী শিশুটির বাবা, ৩৮ বছর বয়সি দিনমজুর সুরেশ। তাঁর দাবি, তাঁর স্ত্রী ভারতী ও তার প্রেমিকা সুমিত্রা মিলে পরিকল্পনা করে হত্যা করেছে তাদের পুত্র সন্তানকে।

ঘটনাটি ঘটে ৫ নভেম্বর। ওইদিন দুপুরে ভারতী তার ছেলেকে দুধ খাওয়াচ্ছিলেন। হঠাৎই শিশুটি অচেতন হয়ে পড়ে। তড়িঘড়ি করে তাকে কেলামঙ্গলম সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা জানান, শিশুটি আগেই মারা গিয়েছে। এরপরেই নিয়ম মেনে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

কিন্তু কয়েকদিনের মধ্যেই ঘটনায় নাটকীয় মোড় আসে। সুরেশের সন্দেহ হয়, শিশুর মৃত্যু স্বাভাবিক নয়। তিনি গোপনে স্ত্রীর ফোন ঘেঁটে দেখতে পান, সেখানে একাধিক ছবি, ভয়েস মেসেজ এবং কথোপকথন রয়েছে যা ভারতী ও তার বান্ধবী সুমিত্রার সম্পর্ক এবং শিশুহত্যার সঙ্গে তাদের যোগসূত্রের ইঙ্গিত দেয়। এমনকি এক ফোনালাপে ভারতী নিজেই নাকি হত্যার কথা স্বীকার করেছে বলেও দাবি সুরেশের।

এই প্রমাণ হাতে নিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কেলামঙ্গলম থানার পুলিশ ভারতী এবং সুমিত্রাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতী ও সুমিত্রা গত তিন বছর ধরে সমকামী সম্পর্কের মধ্যে ছিলেন। সন্তান জন্মের পর থেকে ভারতী স্বামী ও সন্তানদের নিয়ে সময় কাটাতে শুরু করেন, ফলে দুই প্রেমিকার মধ্যে দূরত্ব তৈরি হয়। সেই থেকেই নাকি ক্রমে মনোমালিন্য বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত এই মর্মান্তিক ঘটনার কারণ হয়ে দাঁড়ায় বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।

বর্তমানে দু’জন অভিযুক্তকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ শিশুর মৃত্যুর কারণ জানতে দেহ তুলে ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সুরেশের পরিবারের দাবি, ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তাঁরা থামবেন না। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, আর শিশু হত্যার পেছনের মানসিক ও সামাজিক কারণ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনাও।

Post a Comment

নবীনতর পূর্বতন