ছেলেদের সঙ্গে সম্পর্ক, কিশোরীকে খুন করল মা-বাবা, যোগিরাজ্যে চাঞ্চল্য

গ্রামের ঝোপের মধ্যে দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

ছেলেদের সঙ্গে সম্পর্ক, কিশোরীকে খুন করল মা-বাবা, যোগিরাজ্যে চাঞ্চল্যপ্রয়াগরাজ: উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার কান্টি গ্রামে তথাকথিত ‘সম্মান রক্ষার’ নামে ১৫ বছর বয়সি এক কিশোরীকে নৃশংসভাবে খুন করেছেন তার মা-বাবা! নিহতের নাম সরিতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫ নভেম্বর রাতে খুনের ঘটনা ঘটে। পরের দিন গ্রামের ঝোপের মধ্যে দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

যমুনা নগর এলাকার ডেপুটি কমিশনার অফ পুলিশ বিবেক যাদব জানিয়েছেন, প্রাথমিকভাবে সরিতার বাবা রমেশ পুলিশের কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন। পরে জেরার মুখে ভেঙে পড়ে তিনি অপরাধের কথা স্বীকার করেন। রমেশ জানান, মেয়ের উপর তাঁর রাগ ছিল কারণ সরিতা গ্রামের বেশ কয়েকজন ছেলের সঙ্গে যোগাযোগ রাখত, যা তিনি মেনে নিতে পারেননি।

পুলিশি জেরায় উঠে এসেছে আরও ভয়াবহ তথ্য, ৫ নভেম্বর রাতে সরিতার মা তাকে ঘুমের ওষুধ খাইয়ে দেন। এরপর দু’জনে মিলে বাড়ি থেকে প্রায় ৭০-৮০ মিটার দূরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কিশোরীর গলা কেটে খুন করা হয়। পরে দেহ ফেলে রেখে পালিয়ে যান তারা।

ডিসিপি যাদব বলেন, “এটি স্পষ্টতই ‘অনার কিলিং’-এর ঘটনা।” সরিতার বাবা রমেশ ও মা দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের জেরা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।


Post a Comment

নবীনতর পূর্বতন