বর্তমানে আধার-সংযুক্ত মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেট করতে হলে নাগরিকদের স্বশরীরে অনুমোদিত কেন্দ্রে গিয়ে ভেরিফিকেশন করাতে হয়।
নয়াদিল্লি : আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর আপডেট করতে আর অনুমোদিত কেন্দ্রে দৌড়ঝাঁপ নয়। খুব শীঘ্রই ঘরে বসেই নিজের স্মার্টফোন থেকে এই কাজ সেরে ফেলা যাবে—এমনই জানাল আধার কর্তৃপক্ষ। নতুন এই পরিষেবার জন্য অবশ্যই ফোনে থাকতে হবে আধার অ্যাপ, যার মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন এবং ফেস ভেরিফিকেশনের সাহায্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে।
সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে সাম্প্রতিক এক পোস্টে আধারের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, নিরাপদ ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে মোবাইল নম্বর আপডেট করার সুবিধা এবার থেকে নাগরিকদের বাড়িতেই মিলবে। এই আপগ্রেডে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা হবে দুটি ধাপে—প্রথমে বর্তমান বা নতুন নম্বরে পাঠানো ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন, এরপর আধার অ্যাপের বিল্ট-ইন টুল ব্যবহার করে মুখের শনাক্তকরণ।
বর্তমানে আধার-সংযুক্ত মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেট করতে হলে নাগরিকদের স্বশরীরে অনুমোদিত কেন্দ্রে গিয়ে ভেরিফিকেশন করাতে হয়। বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে প্রতিবন্ধী নাগরিক, দূরবর্তী বা গ্রামীণ এলাকার বাসিন্দাদের কাছে এই প্রক্রিয়া ছিল অত্যন্ত সময়সাপেক্ষ। পাশাপাশি কেন্দ্রগুলিতে দীর্ঘ লাইনে দাঁড়ানো এবং সlots না পাওয়া ছিল অন্যতম বড় সমস্যা।
নতুন সুবিধাটি চালু হলে পুরো প্রক্রিয়াই সেরে যাবে গ্রাহকের নিজের হাতে থাকা স্মার্টফোনে। এতে সময় ও পরিশ্রম দু’টোই বাঁচবে বলে আশাবাদী আধার কর্তৃপক্ষ। তাঁদের মতে, নিরাপত্তা বজায় রেখেই আরও সহজ এবং ব্যবহারবান্ধব পদ্ধতিতে এই সুবিধা পাওয়া যাবে, আর শারীরিকভাবে কোনও কেন্দ্র পরিদর্শনের প্রয়োজনই পড়বে না।
যদিও বাড়িতে বসে মোবাইল নম্বর আপডেট করার এই ফিচারটি এখনও চালু হয়নি, তবে খুব শীঘ্রিই তা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে বলে জানিয়েছে আধার কর্তৃপক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন