পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি—এই পাঁচ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি নিয়ে পৃথকভাবে আলোচনা হয়েছে বৈঠকে।
নয়াদিল্লি : সব কিছু ঠিকঠাক চললে আগামী নভেম্বরের শুরুতেই শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই বিষয়ে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দিল্লিতে আয়োজিত কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
বুধবার থেকে শুরু হওয়া দুই দিনের এই গুরুত্বপূর্ণ বৈঠক হয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্টে। সভাপতিত্ব করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। উপস্থিত ছিলেন দুই কমিশনার ড. সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশি, সঙ্গে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরাও।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি—এই পাঁচ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি নিয়ে পৃথকভাবে আলোচনা হয়েছে। অক্টোবরের মধ্যেই প্রস্তুতির সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে। কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ভোটার তালিকায় কোনও ভুল বা অসঙ্গতি যেন না থাকে, সেটাই এখন কমিশনের প্রধান লক্ষ্য।
এর আগে ১০ সেপ্টেম্বর ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের বর্তমান ভোটার সংখ্যা, শেষ সংশোধনের সময় ও তালিকার বিস্তারিত তথ্য কমিশনের কাছে জমা দেয়। সেই তথ্যের ভিত্তিতেই এবার দ্বিতীয় ধাপের মূল্যায়ন চলছে।
কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে বুথ লেভেল অফিসার (বিএলও) নিয়োগের উপর। জানা গিয়েছে, এই পাঁচ রাজ্যে কতজন বিএলও নিয়োগ হয়েছে, সেই তালিকা কমিশনের কাছে চাওয়া হয়েছে। যেসব এলাকায় এখনো নিয়োগ সম্পূর্ণ হয়নি, সেখানে কবে নাগাদ প্রক্রিয়া শেষ করা যাবে, তাও জানতে চাওয়া হয়েছে।
সূত্রের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহেই ভোটার তালিকা সংশোধনের প্রথম দফার কাজ শুরু হবে। কমিশনের আশা, সময়মতো প্রস্তুতি শেষ হলে আগামী নির্বাচনের আগে ভোটার তালিকা হবে আরও নির্ভুল ও হালনাগাদ।
নয়াদিল্লি : সব কিছু ঠিকঠাক চললে আগামী নভেম্বরের শুরুতেই শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই বিষয়ে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দিল্লিতে আয়োজিত কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
বুধবার থেকে শুরু হওয়া দুই দিনের এই গুরুত্বপূর্ণ বৈঠক হয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্টে। সভাপতিত্ব করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। উপস্থিত ছিলেন দুই কমিশনার ড. সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশি, সঙ্গে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরাও।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি—এই পাঁচ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি নিয়ে পৃথকভাবে আলোচনা হয়েছে। অক্টোবরের মধ্যেই প্রস্তুতির সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে। কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ভোটার তালিকায় কোনও ভুল বা অসঙ্গতি যেন না থাকে, সেটাই এখন কমিশনের প্রধান লক্ষ্য।
এর আগে ১০ সেপ্টেম্বর ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের বর্তমান ভোটার সংখ্যা, শেষ সংশোধনের সময় ও তালিকার বিস্তারিত তথ্য কমিশনের কাছে জমা দেয়। সেই তথ্যের ভিত্তিতেই এবার দ্বিতীয় ধাপের মূল্যায়ন চলছে।
কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে বুথ লেভেল অফিসার (বিএলও) নিয়োগের উপর। জানা গিয়েছে, এই পাঁচ রাজ্যে কতজন বিএলও নিয়োগ হয়েছে, সেই তালিকা কমিশনের কাছে চাওয়া হয়েছে। যেসব এলাকায় এখনো নিয়োগ সম্পূর্ণ হয়নি, সেখানে কবে নাগাদ প্রক্রিয়া শেষ করা যাবে, তাও জানতে চাওয়া হয়েছে।
সূত্রের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহেই ভোটার তালিকা সংশোধনের প্রথম দফার কাজ শুরু হবে। কমিশনের আশা, সময়মতো প্রস্তুতি শেষ হলে আগামী নির্বাচনের আগে ভোটার তালিকা হবে আরও নির্ভুল ও হালনাগাদ।

একটি মন্তব্য পোস্ট করুন