দেওয়ালির আগে শেয়ার বাজারে চনমনে ভাব, ২১ অক্টোবর মুহূর্ত ট্রেডিং

সোমবার সেনসেক্স বেড়েছে ৪১১ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ, উঠে দাঁড়িয়েছে ৮৪,৩৬৩ পয়েন্টে। গত চার সেশনে সূচক বেড়েছে ২,৩৩৩ পয়েন্ট।

দেওয়ালির আগে শেয়ার বাজারে চনমনে ভাব, ২১ অক্টোবর মুহূর্ত ট্রেডিং

নয়াদিল্লি:
কালীপুজোর পরের দিন, ২১ অক্টোবর, গোটা দেশজুড়ে যখন দেওয়ালির আলোয় উৎসব, সেদিনই বসছে ঐতিহ্যবাহী ‘মুহূর্ত ট্রেডিং’। সেই শুভ লগ্নের আগে থেকেই উজ্জ্বল দেশের শেয়ার বাজার। টানা চার ট্রেডিং সেশনে সেনসেক্স ও নিফটি— দুই সূচকই চাঙা।

সোমবার সেনসেক্স বেড়েছে ৪১১ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ, উঠে দাঁড়িয়েছে ৮৪,৩৬৩ পয়েন্টে। গত চার সেশনে সূচক বেড়েছে ২,৩৩৩ পয়েন্ট। নিফটি৫০ বেড়েছে ১৩৩ পয়েন্ট বা ০.৫২ শতাংশ, পৌঁছেছে ২৫,৮৪৩ পয়েন্টে। এই বৃদ্ধি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও এইচডিএফসি ব্যাঙ্কের দুরন্ত পারফরম্যান্সের ফল, যদিও আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারে সামান্য পতন বাজারের গতি কিছুটা কমিয়েছে।

দেওয়ালির সময় ‘মুহূর্ত ট্রেডিং’কে নতুন বছরের সূচনার প্রতীক হিসেবে দেখা হয়। সংস্কৃত ‘মুহূর্ত’ শব্দের অর্থ শুভ সময়। এই শুভ লগ্নে প্রতীকী বিনিয়োগকে ধনসম্পদ বৃদ্ধির প্রতীক বলা হয়। ১৯৫৭ সাল থেকে বম্বে স্টক এক্সচেঞ্জে এবং ১৯৯২ সাল থেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই প্রথা চলছে। এ বছর ২১ অক্টোবর, সোমবার এক ঘণ্টার জন্য চলবে এই ঐতিহ্যবাহী ট্রেডিং, যা কেবল প্রথাই নয়, বরং নতুন আর্থিক সম্ভাবনার সূচনাও।

Post a Comment

নবীনতর পূর্বতন