লুভ্রেই রয়েছে বিশ্বের বিখ্যাত শিল্পকর্ম 'মোনালিসা'। প্রায় ৩ লক্ষ ৮০ হাজার দ্রষ্টব্যের মধ্যে ৩৫ হাজার প্রদর্শিত হয় এখানে।
প্যারিস : প্যারিসের বিখ্যাত লুভ্র মিউজিয়ামে ঘটল সিনেমার মতো এক চুরির কাণ্ড। রবিবার সকালে জানলা ভেঙে জাদুঘরের একটি ঘরে ঢুকে নেপোলিয়ন বোনাপার্ট ও সম্রাজ্ঞী জোসেফিনের যুগের অমূল্য গয়না লুট করে নিয়ে যায় একদল দুষ্কৃতী। তিনজনের ওই দলটির দু’জন ভিতরে ঢুকে চুরি চালায়, আর বাইরে পাহারা দেয় তৃতীয় জন। ঘটনার পরেই জাদুঘরে ছড়িয়ে পড়ে আতঙ্ক, পর্যটকদের দ্রুত বের করে দিয়ে বন্ধ করে দেওয়া হয় লুভ্র।
ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি সামাজিক মাধ্যমে ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার সকালে জাদুঘর খুলতেই চুরির ঘটনা ঘটে, যদিও কেউ হতাহত হননি। পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করেছে এবং প্রাথমিক অনুমান, পরিকল্পিতভাবে পুরো ডাকাতির ছক কষা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাদুঘরের শ্যেন নদীর ধারের অংশে সংস্কারের কাজ চলছিল। সেই অংশের একটি লিফট ব্যবহার করেই অভিযুক্তেরা ভিতরে প্রবেশ করে। নির্দিষ্ট ঘরে পৌঁছে দু’জন জানলা ভেঙে ভিতরে ঢোকে এবং নেপোলিয়ন ও জোসেফিনের মোট নয়টি ঐতিহাসিক গয়না চুরি করে নিয়ে যায়। এর মধ্যে নেকলেস, ব্রোচ-সহ আরও নানা অলঙ্কার রয়েছে।
এই গয়নাগুলি তৈরি হয়েছিল ১৮০৪ সালে, নেপোলিয়ন ও জোসেফিনের অভিষেকের পর। ফরাসি ইতিহাসে এদের মূল্য অপরিসীম। ফরাসি বিপ্লবের সময়ও বহু রাজকীয় গয়না ছিনতাই হয়েছিল, যার কিছু পরে উদ্ধার হয়। কিন্তু লুভ্র থেকে চুরি হওয়া এই গয়নাগুলি ঐতিহাসিক গুরুত্বে অনন্য।
এক পর্যটক জানান, ‘‘সকাল ১০টার দিকে আমরা লাইনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ রক্ষীরা এসে জানালেন, জাদুঘর বন্ধ। কেউ চুরির চেষ্টা করেছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে সবাইকে সরিয়ে দেয়।’’ অপর এক দর্শনার্থীর কথায়, প্রায় আধ ঘণ্টা ধরে সাইরেন বাজতে থাকে, আতঙ্কে বহু মানুষ ছুটোছুটি শুরু করেন।
ফরাসি সংবাদমাধ্যম 'লে ফিগারো' জানিয়েছে, জাদুঘরের দরজা খোলার পরেই প্রথম দর্শনার্থীর নজরে আসে চুরির ঘটনা। এরপর পুলিশ দ্রুত পর্যটকদের বের করে দিয়ে জাদুঘর ঘিরে ফেলে। প্রশ্ন উঠেছে—কড়া নিরাপত্তা সত্ত্বেও কীভাবে এমন মূল্যবান জিনিস চুরি গেল?
উল্লেখ্য, লুভ্রেই রয়েছে বিশ্বের বিখ্যাত শিল্পকর্ম 'মোনালিসা'। প্রায় ৩ লক্ষ ৮০ হাজার দ্রষ্টব্যের মধ্যে ৩৫ হাজার প্রদর্শিত হয় এখানে। প্রতিবছর প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ মানুষ ঘুরতে যান এই মিউজিয়ামে। ১৯১১ সালেও এখান থেকে চুরি হয়েছিল 'মোনালিসা'—যা পরে উদ্ধার হয়েছিল দুই বছর পর। এবার ফের সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল, ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত জাদুঘরটিতে।

একটি মন্তব্য পোস্ট করুন