বিহার নির্বাচনে মহাগঠবন্ধনের বিপর্যয়ের পূর্বাভাস, এনডিএ বনাম জনসুরাজের লড়াইয়ের দাবি প্রশান্ত কিশোরের

বিহার নির্বাচনে মহাগঠবন্ধনের বিপর্যয়ের পূর্বাভাস, এনডিএ বনাম জনসুরাজের লড়াইয়ের দাবি প্রশান্ত কিশোরের।

বিহার নির্বাচনে মহাগঠবন্ধনের বিপর্যয়ের পূর্বাভাস, এনডিএ বনাম জনসুরাজের লড়াইয়ের দাবি প্রশান্ত কিশোরের

পাটনা : বিহার বিধানসভা নির্বাচন ২০২৫–এর ফলাফল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন জনসুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। শনিবার পাটনায় সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে আসল লড়াই হবে এনডিএ এবং জনসুরাজের মধ্যে। মহাগঠবন্ধন এই নির্বাচনে তৃতীয় স্থানে নেমে যাবে বলে তাঁর মন্তব্য। প্রশান্ত কিশোরের কথায়, “মহাগঠবন্ধনের অবস্থা সবচেয়ে খারাপ হতে চলেছে। এবার প্রতিদ্বন্দ্বিতা আসলে এনডিএ আর জনসুরাজের মধ্যে।”

সাংবাদিকেরা যখন তাঁকে মহাগঠবন্ধনের আসন ভাগাভাগি নিয়ে চলা টানাপোড়েন সম্পর্কে প্রশ্ন করেন, তখন তিনি বলেন, “ওটা তাদের নিজেদের মধ্যে জিজ্ঞাসা করুন, তারাই ভালো বলতে পারবে।” উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালে প্রশান্ত কিশোর জনসুরাজ পার্টি গঠন করেন। তার পর থেকে তিনি বিহারের গ্রামেগঞ্জে ঘুরে বেড়িয়ে জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিজেপি, জেডিইউ, আরজেডি ও কংগ্রেস—সব দলের বিরুদ্ধেই সরব হয়েছেন।

তিনি জানিয়েছেন, এবার বিহারের সবকটি ২৪৩ আসনে জনসুরাজ প্রার্থী দেবে। প্রশান্ত কিশোরের আবেদন, ভোটাররা যেন নিজেদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ভোট দেন। তবে তিনি নিজে এবার ভোটে লড়ছেন না। আগে জল্পনা উঠেছিল, তিনি হয়তো রাঘোপুর আসনে তেজস্বী যাদবের বিরুদ্ধে লড়বেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি রাঘোপুর থেকে চঞ্চল সিংকে প্রার্থী ঘোষণা করে সেই জল্পনার অবসান ঘটান।

প্রশান্ত কিশোরের এই সিদ্ধান্তের পর বিজেপি নেতারা কটাক্ষ করে বলেন, “তেজস্বীর সামনে পিকে আত্মসমর্পণ করেছেন।” তবে জনসুরাজ শিবিরে আশাবাদ, প্রশান্ত কিশোরের সংগঠন বিহারের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করবে। উল্লেখ্য, বিহার নির্বাচনে ভোটগ্রহণ হবে ৬ এবং ১১ নভেম্বর, আর ফলাফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।

Post a Comment

নবীনতর পূর্বতন