ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নয়াদিল্লি : দিল্লির তাজ হোটেলের এক রেস্তরাঁয় পা মুড়ে বসায় (পদ্মাসনে) এক মহিলাকে বাধা দেওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ছড়িয়েছে। ‘হাউস অফ মিং’ নামের সেই ফাইন ডাইনিং রেস্তরাঁয় ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করেন সাংবাদিক ও মিডিয়া সংস্থার প্রতিষ্ঠাতা শ্রদ্ধা শর্মা। তিনি অভিযোগ করেন, খাওয়ার সময় এক ম্যানেজার এসে তাঁকে বলেন যেন তিনি ক্রস লেগড বা পদ্মাসনে না বসেন, কারণ এতে নাকি অন্য অতিথিদের অস্বস্তি হচ্ছে। ভিডিওয় শ্রদ্ধা বলেন, “আমি একজন সাধারণ মানুষ, নিজের উপার্জনের টাকায় এখানে খেতে এসেছি। তবু কেন অপমান করা হচ্ছে? শুধু পদ্মাসনে বসেছিলাম বলে কি দোষ?”
ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই শ্রদ্ধার পাশে দাঁড়িয়ে বলেছেন, “টাকা দিয়ে খেতে আসা অতিথিদের বসার ধরন নিয়ন্ত্রণ করার অধিকার কারও নেই।” কেউ কেউ একে ‘শ্রেণিবৈষম্যের’ উদাহরণ বলেও মন্তব্য করেন।
তবে অপর একদল নেটিজেন হোটেলের পক্ষ নিয়েছেন। তাঁদের মতে, “ফাইন ডাইনিং স্থানে নির্দিষ্ট আচরণবিধি থাকে। চেয়ার-টেবিলে ক্রস লেগড হয়ে বসা শোভন নয়।” একজন মন্তব্য করেন, “যদি কেউ মাটিতে বসে খেতে শুরু করেন, তাঁকেও বাধা দেওয়া হবে। বাড়িতে যেমন খুশি বসুন, কিন্তু হোটেলে কিছু নিয়ম মানতেই হয়।”
তবে ঘটনার পরও তাজ হোটেল কর্তৃপক্ষ কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

একটি মন্তব্য পোস্ট করুন