জাভেদের মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান গায়ক লাকি আলি।
মুম্বই: প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারের সাম্প্রতিক মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা যায়, আখতার এক সভায় বলেন, “হিন্দুরা যেন মুসলমানদের মতো না হয়, বরং মুসলমানদের নিজেদের মতো করে তোলে।” এই মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান গায়ক লাকি আলি।
এক্স-এ শেয়ার হওয়া ভিডিওর মন্তব্যে লাকি আলি লেখেন, “জাভেদ আখতারের মতো হবেন না—কখনও মৌলিক নন, আর দেখতে যতটা কুৎসিত ততটাই ভাবনায়ও।” ভিডিওতে আখতারকে বলতে শোনা যায়, “১৯৭৫ সালের ‘শোলে’ ছবিতে ধর্মেন্দ্র শিবমূর্তির আড়ালে লুকিয়ে সংলাপ বলেছিলেন—আজ তা লেখা সম্ভব নয়। তখনও তো হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। কিন্তু সমাজে তখন এই সহনশীলতা ছিল।”
তিনি আরও বলেন, “আমি আগেও বলেছি—হিন্দুরা যেন মুসলমানদের মতো না হয়, কারণ সেটাই ভারতের শক্তি। এই দেশ গণতন্ত্রে বিশ্বাস করে।”
এই বিতর্কের আগে সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমির আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু প্রতিবাদের জেরে অনুষ্ঠানটি বাতিল হয়।

একটি মন্তব্য পোস্ট করুন