মনরেগা : সুপ্রিম কোর্টে মুখ পুড়ল কেন্দ্রের, অভিষেকের কটাক্ষ—‘গরিবের প্রাপ্য আটকে বিজেপি আদালতেও হেরেছে’

একশো দিনের কাজে বাংলার বকেয়া নিয়ে কেন্দ্রের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বড় জয় দেখছে তৃণমূল কংগ্রেস।

মনরেগা : সুপ্রিম কোর্টে মুখ পুড়ল কেন্দ্রের, অভিষেকের কটাক্ষ—‘গরিবের প্রাপ্য আটকে বিজেপি আদালতেও হেরেছে’
নয়াদিল্লি ও কলকাতা: 
বাংলার ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে ফের চাপে কেন্দ্র। সোমবার মাত্র কয়েক সেকেন্ডের শুনানিতে কেন্দ্রের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, কলকাতা হাই কোর্টের রায় বহাল থাকবে—অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারকে একশো দিনের প্রকল্পের বকেয়া টাকা দিতে বাধ্য কেন্দ্র। এই নির্দেশের ফলে কার্যত মোদি সরকারের বড় ধাক্কা খেল শীর্ষ আদালতে, আর বাংলায় তৃণমূল শিবিরে শুরু হলো উৎসবের আবহ। রাজ্যের শাসক দল একে কেন্দ্রের বৈষম‌্যমূলক নীতির বিরুদ্ধে বড় জয় হিসাবেই দেখছে।

২০২২ সালের মার্চ থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক বাংলার ১০০ দিনের প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছিল দুর্নীতির অভিযোগ তুলে। একাধিক তদন্তকারী দল পাঠানো হয় রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়—সবাই এই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে নামেন। দিল্লিতে কৃষিভবনের সামনে গরিব শ্রমিকদের প্রাপ্য দাবিতে প্রতিবাদে সামিল হয়ে আটক হয়েছিলেন অভিষেক। রাস্তায় আন্দোলনের পর লড়াই গড়ায় আদালতে। কলকাতা হাই কোর্ট ১৮ জুন নির্দেশ দেয়, ১ আগস্ট থেকে রাজ্যে পুনরায় চালু করতে হবে একশো দিনের কাজ। সেই নির্দেশ মানার পরিবর্তে ৩১ জুলাই কেন্দ্র সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে। তবে সোমবার আদালত স্পষ্ট জানিয়ে দেয়—মামলা খারিজ।

এই রায়ের পর তৃণমূলের নেতৃত্ব একবাক্যে বলেছে, বাংলার মানুষের জয় হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের আরেকটি শোচনীয় পরাজয় হল আজ। বাংলার গরিব খেটে খাওয়া মানুষের মজুরি বন্ধ করে দিল্লি আমাদের বঞ্চিত করেছিল। কিন্তু বাংলা মাথা নত করেনি। আজকের রায় প্রমাণ করল—অন্যায় চলবে না, ফন্দি টিকবে না, জনগণের আদালতেই হতে হবে বন্দি। বিজেপি নিজের অহংকারের দাম চুকিয়েছে। তারা ভোটেও হেরেছে, আজ সুপ্রিম কোর্টেও হারল।”

অভিষেকের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে তৃণমূলের আত্মবিশ্বাস স্পষ্ট। দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য কটাক্ষ করে লিখেছেন, “দু’বার ভোটে হারলেন, দু’বার আদালতেও হারলেন। এবার লজ্জা করুন মহারাজ।” আরেক মুখপাত্র সুদীপ রাহা বলেন, “বিজেপির জমিদাররা আজ আদালতে হারল, আগামীদিনে বাংলার ভোটেও হারবে। এদের ঔদ্ধত্যই পতনের কারণ।” তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য মন্তব্য করেন, “গরিব মানুষের প্রাপ্য টাকা বন্ধ রেখে বিজেপি প্রমাণ করেছে, তারা বাংলা-বিরোধী, মানুষ-বিরোধী এক দল।”

সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যে যেমন উচ্ছ্বাস, তেমনি কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের জেরে গরিব প্রান্তিক মানুষদের মুখে ফিরেছে আশার আলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, “এই রায় শুধু তৃণমূলের নয়, বাংলার প্রতিটি খেটে খাওয়া সৎ মানুষের জয়।” তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন, কেন্দ্র অবিলম্বে বাংলার প্রাপ‌্য না দিলে দিল্লিতে এবার মেগা ধরনা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন