সিম কার্ড অ্যাপের সঙ্গে যুক্ত না থাকলে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যাবে। প্রতি ৬ ঘণ্টায় অটো লগ-আউটও বাধ্যতামূলক।
নয়াদিল্লি : নতুন নিয়মে ডিজিটাল দুনিয়ায় বড়সড় ঝড়। কেন্দ্রীয় টেলি কমিউনিকেশন মন্ত্রকের ঘোষণা—সক্রিয় সিম কার্ড ছাড়া আর কোনও অ্যাপ-ভিত্তিক পরিষেবা চলবে না! হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, শেয়ারচ্যাট, জিওচ্যাট—সমস্ত সোশাল মিডিয়া প্ল্যাটফর্মকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে সিম সংযুক্ত না থাকলে অ্যাপ নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে যাবে।
টেলিকমিউনিকেশন সাইবার সিকিউরিটি অ্যামেন্ডমেন্ট রুলস অনুযায়ী নতুন নিয়ম বলছে—
আপনি অ্যাপ ইনস্টল করেছেন?
১) সিম কার্ড অবশ্যই অ্যাপের সঙ্গে যুক্ত থাকতে হবে।
২) প্রথম ৯০ দিনের মধ্যে না হলে অ্যাপ বন্ধ হয়ে যাবে।
৩) সবচেয়ে চমক—এখন থেকে প্রতি ৬ ঘণ্টায় অটো লগ-আউট হবে সব মেসেজিং অ্যাপ।
৪) আবার লগ-ইন করতে হলে লাগবে QR কোড স্ক্যান।
মন্ত্রকের দাবি, সাইবার-প্রতারক ও অপরাধীদের ধরতে এই পদক্ষেপ জরুরি। এতদিন সিম খুলে টাকায় কেনা ভুয়ো নম্বর বা নিষ্ক্রিয় সিম দিয়ে অপরাধীরা হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে কুকর্ম চালিয়ে গা-ঢাকা দিত। কল রেকর্ড, লোকেশন লগ—কিছুই হাতে থাকত না। এবার সিম না থাকলে অ্যাপই চলবে না, ফলে পরিচয় লুকিয়ে থাকা প্রায় অসম্ভব।
তবে এখানেই থামছে না বিতর্ক। কিছু সাইবার বিশেষজ্ঞের মতে, প্রতারকেরা নকল পরিচয় দিয়েও সিম তুলতে পারে। কিন্তু টেলিকম শিল্পের বড় অংশ বলছে—ভারতে মোবাইল নম্বরই সবচেয়ে শক্তিশালী ডিজিটাল পরিচয়, ফলে নতুন নিয়মে সাইবার নিরাপত্তা অনেকটাই শক্তিশালী হতে চলেছে।
দেশজুড়ে ব্যবহারকারীদের মধ্যে ইতিমধ্যেই আতঙ্ক—সিম খুলে রাখলেই বন্ধ হবে হোয়াটসঅ্যাপ!
আপনার ফোনে সক্রিয় সিম আছে তো?
না থাকলে—হয়তো পরের অটো লগ-আউটে আপনার অ্যাপ আর খুলবেই না…
নয়াদিল্লি : নতুন নিয়মে ডিজিটাল দুনিয়ায় বড়সড় ঝড়। কেন্দ্রীয় টেলি কমিউনিকেশন মন্ত্রকের ঘোষণা—সক্রিয় সিম কার্ড ছাড়া আর কোনও অ্যাপ-ভিত্তিক পরিষেবা চলবে না! হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, শেয়ারচ্যাট, জিওচ্যাট—সমস্ত সোশাল মিডিয়া প্ল্যাটফর্মকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে সিম সংযুক্ত না থাকলে অ্যাপ নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে যাবে।
টেলিকমিউনিকেশন সাইবার সিকিউরিটি অ্যামেন্ডমেন্ট রুলস অনুযায়ী নতুন নিয়ম বলছে—
আপনি অ্যাপ ইনস্টল করেছেন?
১) সিম কার্ড অবশ্যই অ্যাপের সঙ্গে যুক্ত থাকতে হবে।
২) প্রথম ৯০ দিনের মধ্যে না হলে অ্যাপ বন্ধ হয়ে যাবে।
৩) সবচেয়ে চমক—এখন থেকে প্রতি ৬ ঘণ্টায় অটো লগ-আউট হবে সব মেসেজিং অ্যাপ।
৪) আবার লগ-ইন করতে হলে লাগবে QR কোড স্ক্যান।
মন্ত্রকের দাবি, সাইবার-প্রতারক ও অপরাধীদের ধরতে এই পদক্ষেপ জরুরি। এতদিন সিম খুলে টাকায় কেনা ভুয়ো নম্বর বা নিষ্ক্রিয় সিম দিয়ে অপরাধীরা হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে কুকর্ম চালিয়ে গা-ঢাকা দিত। কল রেকর্ড, লোকেশন লগ—কিছুই হাতে থাকত না। এবার সিম না থাকলে অ্যাপই চলবে না, ফলে পরিচয় লুকিয়ে থাকা প্রায় অসম্ভব।
তবে এখানেই থামছে না বিতর্ক। কিছু সাইবার বিশেষজ্ঞের মতে, প্রতারকেরা নকল পরিচয় দিয়েও সিম তুলতে পারে। কিন্তু টেলিকম শিল্পের বড় অংশ বলছে—ভারতে মোবাইল নম্বরই সবচেয়ে শক্তিশালী ডিজিটাল পরিচয়, ফলে নতুন নিয়মে সাইবার নিরাপত্তা অনেকটাই শক্তিশালী হতে চলেছে।
দেশজুড়ে ব্যবহারকারীদের মধ্যে ইতিমধ্যেই আতঙ্ক—সিম খুলে রাখলেই বন্ধ হবে হোয়াটসঅ্যাপ!
আপনার ফোনে সক্রিয় সিম আছে তো?
না থাকলে—হয়তো পরের অটো লগ-আউটে আপনার অ্যাপ আর খুলবেই না…

একটি মন্তব্য পোস্ট করুন