SIR : কাউন্সিলার মৌসুমী দাসের উদ্যোগে ভোটার হেল্প ডেস্ক, নাগরিকদের ভিড়ে জমজমাট শিবির

যোধপুর পার্ক বাজারে এবং অন্যটি লর্ডস বেকারি মোড়ে শিবির দু’টি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকছে।

SIR : কাউন্সিলার মৌসুমী দাসের উদ্যোগে ভোটার হেল্প ডেস্ক, নাগরিকদের ভিড়ে জমজমাট শিবির


কলকাতা : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে SIR (Special Intensive Revision) নিয়ে রাজ্যজুড়ে চলছে ভোটার সচেতনতা ও সহায়তা কর্মসূচি। সেই উদ্যোগের অংশ হিসেবেই কলকাতার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের উদ্যোগে চালু হয়েছে দুটি পৃথক ভোটার হেল্প ডেস্ক—একটি যোধপুর পার্ক বাজারে এবং অন্যটি লর্ডস বেকারি মোড়ে।

শিবির দু’টি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকছে, যেখানে প্রতিদিনই এলাকাবাসীর ভিড় চোখে পড়ার মতো। ভোটার তালিকা নিয়ে মানুষের নানা প্রশ্ন, সংশোধন, নাম অন্তর্ভুক্তি, স্থানান্তর—সব ধরনের সহায়তা মিলছে এই হেল্প ডেস্ক থেকে। উপস্থিত রয়েছেন প্রশিক্ষিত ও অভিজ্ঞ তৃণমূল কর্মীরা, যাঁরা ভোটারদের SIR ফর্ম পূরণে সহায়তা করছেন। সঙ্গে রয়েছে ইন্টারনেট ও ল্যাপটপ সুবিধা, যাতে কাজ দ্রুত সম্পন্ন হয়।

বিশেষভাবে রাখা হয়েছে ২০০২ এবং ২০২৫ সালের ভোটার তালিকা, যাতে নাগরিকরা সহজেই তাদের নাম ও তথ্য যাচাই করতে পারেন। অনেকেই পুরনো তালিকায় নাম না মেলায় নতুন করে আবেদন জানাচ্ছেন। স্থানীয় তৃণমূল নেত্রী মৌসুমী দাস জানান, “মানুষের ভোটাধিকার রক্ষা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। অনেকেই বয়স্ক বা ডিজিটাল প্রক্রিয়ায় অভ্যস্ত নন, তাঁদের পাশে দাঁড়াতেই এই শিবির।”

শিবিরে উপস্থিত নাগরিকদের মধ্যে উৎসাহও চোখে পড়ছে। কেউ নিজের নাম সংশোধন করছেন, কেউ আবার পরিবারের সদস্যের নতুন নাম অন্তর্ভুক্তির জন্য ফর্ম জমা দিচ্ছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন এই পরিষেবা চলবে এবং প্রয়োজনে আরও দিন বাড়ানো হতে পারে।

তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা ও পার্শ্ববর্তী বিভিন্ন ওয়ার্ডেই একই ধরনের ভোটার সহায়তা কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে, যাতে নাগরিকরা সহজে ও দ্রুত নিজেদের ভোটার তথ্য অনুসন্ধান করতে পারেন। ভোটার তালিকায় অনিয়ম বা বিভ্রান্তি রোধ করতে এই উদ্যোগকে ‘জনসংযোগের নতুন অধ্যায়’ হিসেবে দেখছে দল।

Post a Comment

নবীনতর পূর্বতন