দুবাই এয়ারশোতে তেজস–এ তেল লিক হয়নি, ভুয়ো দাবিতে সতর্ক করল পিআইবি

কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বয়ান ছড়াচ্ছে, অভিযোগ পিআইবির।

দুবাই এয়ারশোতে তেজস–এ তেল লিক হয়নি, ভুয়ো দাবিতে সতর্ক করল পিআইবি

নয়াদিল্লি : দুবাই এয়ার শো চলাকালীন ভারতীয় এলসিএ তেজস এমকে-১ যুদ্ধবিমানে তেল লিক হয়েছে— এমন দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওকে ভুয়ো প্রমাণ করল কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক ইউনিট। পিআইবি জানিয়েছে, এই দাবির কোনও ভিত্তি নেই।

পিআইবি স্পষ্ট করেছে, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে যে তরল বেরোতে দেখা যাচ্ছে তা কোনও তেল নয়, বরং বিমান থেকে ‘ইচ্ছাকৃতভাবে নিষ্কাশন করা ঘনীভূত জল’। দুবাইয়ের মতো অতিরিক্ত আর্দ্র পরিবেশে বিমান পরিচালনার ক্ষেত্রে এটি একটি ‘স্বাভাবিক ও প্রচলিত প্রযুক্তিগত প্রক্রিয়া’।

ফ্যাক্ট চেক ইউনিট আরও অভিযোগ করেছে, কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বয়ান ছড়াচ্ছে, যাতে তেজস যুদ্ধবিমানের প্রমাণিত নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়। সরকার নাগরিকদের সতর্ক করে বলেছে— যাচাই না করে কোনও তথ্য বা ভিডিও শেয়ার করা উচিত নয়।

শুক্রবার দুপুরে দুবাইয়ের আল মাকতৌম আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ে ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টো ১০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

১৭ নভেম্বর থেকে দুবাইয়ে চলছিল আন্তর্জাতিক এই এয়ার শো। শুক্রবারই ছিল প্রদর্শণীর শেষদিন। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০০টির বেশি বায়ুসেনার বিমান অংশগ্রহণ করে। এই তালিকায় ছিল হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) তৈরি তেজস যুদ্ধবিমান। মাঝআকাশে রণকৌশল দেখানোর সময় হঠাৎ বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বিমানটি। কয়েক সেকেন্ডের মধ্যে মুখ থুবড়ে সোজা মাটিতে আছড়ে পড়ে। ব্যাপক বিস্ফোরণের সঙ্গে গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। শনিবার সামনে এসেছে একটি নতুন ভিডিও। তাতে মনে করা হচ্ছে, পাইলট শেষমুহূর্তে বিমান থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বিমানটি আবার নিয়ন্ত্রণে আনতে গিয়ে দেরি করে ফেলন। এক মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওটির ৪৯ থেকে ৫২ সেকেন্ড স্ট‌্যাম্পপ‌্যাডে দেখা গিয়েছে মাটিতে আছড়ে পড়ে বিমানটি বিস্ফোরণের পরেই প‌্যারাস‌্যুট ধরনের কিছু দেখা গিয়েছে। তাতেই ওই ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় শহিদ পাইলটের নাম নমনশ সায়ল। তিনি হিমাচল প্রদেশের বাসিন্দা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু।

Post a Comment

নবীনতর পূর্বতন