মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের স্তম্ভকে মজবুত রাখতে হবে। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকা উচিত।
কলকাতা : রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এসআইআর (Special Intensive Revision) নিয়ে যখন রাজনৈতিক মহলে চলছে তুমুল চাপানউতোর, ঠিক সেই সময়েই ‘সকলের ভোটাধিকারে’র পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার পোস্তা বাজারের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কোনও বিভাজন চাই না। সকলের ভোটাধিকার, গণতন্ত্র বাঁচিয়ে রাখতে হবে।”
এই প্রসঙ্গে তিনি স্মরণ করান দেশের মহান নেতাদের লড়াইয়ের কথা। মমতার বক্তব্য, “এটা গান্ধীজি, নেতাজি, অম্বেদকরের লড়াই— এই অধিকারটাকে মজবুত করে রাখুন।” তিনি আরও বলেন, “মানুষ ভাল থাকলেই আমি ভাল থাকি।”
জগদ্ধাত্রী পুজোর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বার্তা দেন সম্প্রীতি ও ঐক্যের। তাঁর কথায়, “আমরা সব উৎসবই পালন করি। ধর্ম যার যার, উৎসব সবার। আমি আর কিছু চাই না— দেশ ভাল থাক, বাংলা ভাল থাক, মানুষ ভাল থাক। আমি ডিভাইড অ্যান্ড রুল চাই না।”
এরপরেই ভোটারদের অধিকার নিয়ে তিনি বলেন, “সব প্রকৃত ভোটার যেন ভাল থাকেন। গণতন্ত্রের স্তম্ভকে মজবুত রাখতে হবে। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকা উচিত। সকলে যেন নিজ নিজ অধিকার প্রয়োগ করতে পারেন।”
মমতার মতে, ঐক্যের শক্তিতেই গণতন্ত্র রক্ষা সম্ভব। তাঁর বার্তা, “সবাইকে একজোট হয়ে থাকতে হবে, তবেই মুঠি শক্ত করা যাবে। মানবিকতা ও মনুষ্যত্বই সবচেয়ে বড় ধর্ম। সাদা-কালো, ভাল-খারাপ, ছোট-বড়— সব সর্বত্র থাকে। বজ্রমুষ্টি আলাদা করা চলবে না।”
রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও শ্রীকৃষ্ণের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “তাঁরাও বলেছেন, ঐক্যেই শক্তি, বিভাজনে দুর্বলতা। তাই সবাই মিলেই থাকুন, গণতন্ত্র বাঁচান, মানবতার জয় হোক।”
কলকাতা : রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এসআইআর (Special Intensive Revision) নিয়ে যখন রাজনৈতিক মহলে চলছে তুমুল চাপানউতোর, ঠিক সেই সময়েই ‘সকলের ভোটাধিকারে’র পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার পোস্তা বাজারের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কোনও বিভাজন চাই না। সকলের ভোটাধিকার, গণতন্ত্র বাঁচিয়ে রাখতে হবে।”
এই প্রসঙ্গে তিনি স্মরণ করান দেশের মহান নেতাদের লড়াইয়ের কথা। মমতার বক্তব্য, “এটা গান্ধীজি, নেতাজি, অম্বেদকরের লড়াই— এই অধিকারটাকে মজবুত করে রাখুন।” তিনি আরও বলেন, “মানুষ ভাল থাকলেই আমি ভাল থাকি।”
জগদ্ধাত্রী পুজোর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বার্তা দেন সম্প্রীতি ও ঐক্যের। তাঁর কথায়, “আমরা সব উৎসবই পালন করি। ধর্ম যার যার, উৎসব সবার। আমি আর কিছু চাই না— দেশ ভাল থাক, বাংলা ভাল থাক, মানুষ ভাল থাক। আমি ডিভাইড অ্যান্ড রুল চাই না।”
এরপরেই ভোটারদের অধিকার নিয়ে তিনি বলেন, “সব প্রকৃত ভোটার যেন ভাল থাকেন। গণতন্ত্রের স্তম্ভকে মজবুত রাখতে হবে। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকা উচিত। সকলে যেন নিজ নিজ অধিকার প্রয়োগ করতে পারেন।”
মমতার মতে, ঐক্যের শক্তিতেই গণতন্ত্র রক্ষা সম্ভব। তাঁর বার্তা, “সবাইকে একজোট হয়ে থাকতে হবে, তবেই মুঠি শক্ত করা যাবে। মানবিকতা ও মনুষ্যত্বই সবচেয়ে বড় ধর্ম। সাদা-কালো, ভাল-খারাপ, ছোট-বড়— সব সর্বত্র থাকে। বজ্রমুষ্টি আলাদা করা চলবে না।”
রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও শ্রীকৃষ্ণের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “তাঁরাও বলেছেন, ঐক্যেই শক্তি, বিভাজনে দুর্বলতা। তাই সবাই মিলেই থাকুন, গণতন্ত্র বাঁচান, মানবতার জয় হোক।”

একটি মন্তব্য পোস্ট করুন