এসআইআর বিজেপির ভোটার চিহ্নিত করার ছক, অভিযোগ অভিষেকের

অভিষেকের হুঁশিয়ারি, “বাংলায় একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, তাহলে আমরা দেখিয়ে দেব, গণতন্ত্রকে চ্যালেঞ্জ করলে বাংলা কীভাবে জবাব দেয়।”

এসআইআর বিজেপির ভোটার চিহ্নিত করার ছক, অভিযোগ অভিষেকের

কলকাতা : ভোটার তালিকার বিশেষ সংশোধন বা ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে ফের তীব্র রাজনৈতিক বিতর্ক বাংলায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দলীয় সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, এই এসআইআর আসলে বিজেপির তৈরি এক “চক্রান্ত”, যার মাধ্যমে কেন্দ্র “ভোটার চিহ্নিত” করতে চাইছে।

অভিষেক বলেন, “আগে মানুষ সরকার নির্বাচন করত, এখন এই বিজেপি সরকারই ঠিক করতে চায় কারা ভোট দেবে আর কারা নয়। এটা গণতন্ত্রের সঙ্গে কৌতুক ছাড়া কিছু নয়।” তিনি হুঁশিয়ারি দেন, “বাংলায় একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, তাহলে আমরা দেখিয়ে দেব, গণতন্ত্রকে চ্যালেঞ্জ করলে বাংলা কীভাবে জবাব দেয়। মনে রাখবেন, এসআইআরের পরেও তৃণমূলের আসন আরও বাড়বে।”

তৃণমূল নেতা প্রশ্ন তোলেন, কেন শুধু পশ্চিমবঙ্গেই এসআইআর চালু করা হচ্ছে, অথচ বাংলাদেশ ও মায়ানমার সীমান্তবর্তী অন্য কোনও রাজ্যে নয়। অভিষেকের বক্তব্য, “বাংলাদেশ ও মায়ানমারের সঙ্গে সীমান্ত আছে এমন পাঁচটি উত্তর-পূর্ব রাজ্যে এসআইআর হচ্ছে না। অথচ পশ্চিমবঙ্গে চালু করা হচ্ছে, কারণ এখানকার মানুষকে বাংলাদেশি বা রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার রাজনীতি করছে বিজেপি।”

তিনি আরও প্রশ্ন করেন, “২০০২ সালে যখন বাংলায় এসআইআর হয়েছিল, তখন এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে দুই বছর লেগেছিল। এখন নির্বাচন কমিশন কীভাবে এক-দুই মাসে এত বিশাল কাজ শেষ করবে?”

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন পানিহাটির বাসিন্দা প্রদীপ করের আত্মহত্যার ঘটনাকেও বিজেপি ও কেন্দ্রীয় সরকারের দায় হিসেবে দেখান। তাঁর অভিযোগ, “প্রদীপ করের মৃত্যু এনআরসি-ভয়ের ফল। এর জন্য দায়ী নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিত।”

উল্লেখ্য, সোমবার নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR) শুরু হবে, যার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। এই ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তীব্র হয়েছে, বিশেষত তৃণমূলের পক্ষ থেকে এই প্রক্রিয়াকে “এনআরসি-র পূর্বাভাস” বলে দাবি করা হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন