সল্টলেকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, বন্দুকের বাটে আঘাতে রক্তাক্ত, এলাকায় চাঞ্চল্য

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে, সল্টলেকের ৩৮ নম্বর ওয়ার্ডের দত্তাবাদ এলাকায়।

সল্টলেকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, বন্দুকের বাটে আঘাতে রক্তাক্ত, এলাকায় চাঞ্চল্য

কলকাতা : খাস সল্টলেকে সাতসকালে গুলির ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল এক শান্ত এলাকা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তের ওপর গুলি চালিয়ে খুনের চেষ্টা চালায় দুই দুষ্কৃতী। যদিও লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি, তবে পালানোর আগে দুষ্কৃতীরা বন্দুকের বাট দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত নির্মল দত্তকে দ্রুত বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে, সল্টলেকের ৩৮ নম্বর ওয়ার্ডের দত্তাবাদ এলাকায়। সেই সময় ওয়ার্ড অফিসে উপস্থিত ছিলেন নির্মল দত্ত। পুরকর্মীদের কাজ তদারকি করছিলেন তিনি। হঠাৎই দুই যুবক সেখানে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা খুব কাছ থেকে গুলি চালায়। একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়, তবে কোনওটিই লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই দুষ্কৃতীরা নির্মলবাবুর দিকে ঝাঁপিয়ে পড়ে এবং বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করে চম্পট দেয়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর স্ত্রী আলো দত্ত বর্তমানে সল্টলেকের কাউন্সিলর। আতঙ্কিত পরিবার জানিয়েছে, গত বছরও নির্মলবাবু ফোনে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এবং থানায় লিখিত অভিযোগও করেছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরনো শত্রুতা না অন্য কোনও রাজনৈতিক প্রতিহিংসা — তা খতিয়ে দেখা হচ্ছে।

বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে দুষ্কৃতীদের গতিবিধি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলির শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ দোকানপাট বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষ রাস্তায় বেরোতে ভয় পান। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতারা অভিযোগ করেছেন, তাঁদের দলের জনপ্রিয় কর্মীদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। যদিও পুলিশের বক্তব্য, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও দিকেই নিশ্চিত হওয়া যাচ্ছে না।

Post a Comment

নবীনতর পূর্বতন