বিহার ভোটে যাদব পরিবারের দ্বন্দ্ব, তেজস্বী-তেজপ্রতাপ ফের আলোচনায়

আরজেডি ১৪৩টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে।

বিহার ভোটে যাদব পরিবারের দ্বন্দ্ব, তেজস্বী-তেজপ্রতাপ ফের আলোচনায়

পাটনা: নির্বাচনের আগে ফের শিরোনামে যাদব পরিবারের দুই সদস্য—তেজস্বী ও তেজপ্রতাপ। একদিকে, রাজনীতির ময়দানে সক্রিয় তেজস্বী যাদব আরজেডির হয়ে প্রার্থী তালিকা ঘোষণা করলেন, অন্যদিকে, পুলিশের নজরে বিদ্রোহী তেজপ্রতাপ। অভিযোগ, বৈশালীর মহুয়া কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার সময় আদর্শ আচরণবিধি ভেঙেছেন তিনি।

একই দিনে আরজেডি ১৪৩টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। দলের মুখ্য নেতৃত্বে এখন লালুপুত্র তেজস্বী যাদবই। তিনি নিজে লড়বেন রাঘোপুর আসন থেকে। ‘মহাগঠবন্ধন’-এর শরিক কংগ্রেসের সঙ্গে চারটি আসনে লড়াইয়ে নামছে আরজেডি। তবে জোটের আসনরফা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বোঝাপড়া হয়নি। অন্যদিকে, কেজরিওয়ালের আম আদমি পার্টিও চতুর্থ দফায় আরও ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, ফলে আপের মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১৩২-এ।

বিহারে শাসক এনডিএ-র আসন সমীকরণও স্পষ্ট হয়েছে। বিজেপি ও জেডিইউ লড়বে ১০১টি করে আসনে, চিরাগ পাসোয়ানের এলজেপি (আর) ২৯টি আসনে, আর জিতনরাম মাঝির হিন্দুস্থানি আওয়াম মোর্চা ও উপেন্দ্র কুশওয়াহার দল ছ’টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কংগ্রেস দিয়েছে ৬০টি প্রার্থী, কিন্তু জোটে আসন ভাগাভাগি নিয়ে রাহুল গান্ধী ও তেজস্বীর মধ্যে এখনও ঐকমত্য গড়ে ওঠেনি। নির্বাচনের প্রাক্কালে দুই যাদবভাইয়ের পরস্পরবিরোধী অবস্থানেই জোরদার হয়েছে বিহারের রাজনীতির রোমাঞ্চ।

Post a Comment

নবীনতর পূর্বতন