রাতারাতি বন্ধ হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট — কারণটা জানলে চমকে যাবেন

সাধারণ ব্যবহারকারীরাও দুঃসহ অভিজ্ঞতার মুখে পড়তে পারেন। অনেকেই অভিযোগ করেছেন, কোনও সতর্কতা ছাড়াই তাঁদের প্রোফাইল হঠাৎ ‘ডিসেবল’ হয়ে গিয়েছে।

রাতারাতি বন্ধ হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট — কারণটা জানলে চমকে যাবেন
এআই ইমেজ।


উদয় বাংলা ডেস্ক : ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা। সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিপুল সংখ্যক অ্যাকাউন্ট হঠাৎই ‘লক’ বা ‘ডিসেবল’ হয়ে যাচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহারকারীরা বুঝতেই পারছেন না—কোন ভুলের জন্য তাঁদের অ্যাকাউন্ট এক ঝটকায় বন্ধ হয়ে গেল!

ফেসবুকের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, নতুন এআই-চালিত অটো-ডিটেকশন সিস্টেম সন্দেহজনক আচরণ পেলেই অ্যাকাউন্টকে মুহূর্তে ব্লক করে দিচ্ছে। এই সন্দেহজনক আচরণের তালিকায় রয়েছে—

১) একই সময়ে একাধিক দেশের সার্ভার থেকে লগ-ইন প্রচেষ্টা

২) অচেনা ডিভাইস থেকে হঠাৎ লগ-ইন

৩) ভুয়ো ফেসবুক পেজে লাইক/শেয়ার করা

৪) স্প্যাম লিংক ফরওয়ার্ড

৫) মেটার নীতিভঙ্গকারী মন্তব্য বা রিপোর্ট

এর ফলে সাধারণ ব্যবহারকারীরাও দুঃসহ অভিজ্ঞতার মুখে পড়তে পারেন। অনেক সময় অনেকেই অভিযোগ করেছেন, কোনও সতর্কতা ছাড়াই তাঁদের প্রোফাইল রাতে হঠাৎ ‘ডিসেবল’ হয়ে গিয়েছে, আর পুনরুদ্ধার করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে।

ভারতেও গত কয়েকদিনে হাজার হাজার অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ঘটনা রিপোর্ট হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের দাবি—এ বার ফেসবুক ক্লোনিং, ফিশিং লিংক, এবং ফেক প্রোফাইলের বিরুদ্ধে আরও আগ্রাসী হয়ে উঠেছে। সন্দেহজনক কিছু পেলেই সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট ব্লক করে মালিককে পরিচয় যাচাইয়ের নোটিফিকেশন পাঠানো হচ্ছে।

ফেসবুক ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা—

১) সন্দেহজনক লিংক কখনও খুলবেন না

২) অচেনা ডিভাইস বা VPN দিয়ে লগ-ইন করা থেকে বিরত থাকুন

৩) টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখুন

৪) ফেক গিভঅ্যাওয়ে বা ‘ফ্রি রিচ’ লিংকে ক্লিক করবেন না

৫) নিজের পাসওয়ার্ড চট করে কাউকে দেবেন না

মেটার বক্তব্য—“ব্যবহারকারীর নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। নীতিমালা লঙ্ঘন বা হ্যাকিংয়ের সম্ভাবনা দেখা দিলে অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা ছাড়া কোনও উপায় থাকে না।”

এই পরিস্থিতিতে সাধারণ ব্যবহারকারীদের কাছে প্রশ্ন—আজ আপনার অ্যাকাউন্ট কতটা সুরক্ষিত?

Post a Comment

নবীনতর পূর্বতন