KIFF 2025: বিশেষ অতিথিদের তালিকা নিয়ে জল্পনা, উপস্থিত থাকছেন সৌরভ-শত্রুঘ্ন-আরতি

এবছর সেই চমকের তালিকায় কে থাকছেন, তা নিয়ে এখনই নানা জল্পনা। কেউ বলছেন শাহরুখ হয়তো ফিরতে পারেন, আবার কেউ মনে করছেন অন্য কোনও বলিউড তারকা হবেন উদ্বোধনী অনুষ্ঠানের মুখ।

KIFF 2025: বিশেষ অতিথিদের তালিকা নিয়ে জল্পনা, উপস্থিত থাকছেন সৌরভ-শত্রুঘ্ন-আরতি


কলকাতা : আগামীকাল, বৃহস্পতিবার থেকে পর্দা উঠছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2025)। শহরজুড়ে এখন সেই নিয়েই উত্তেজনা, প্রস্তুতির ব্যস্ততা। নন্দন চত্বরে ইতিমধ্যেই সেজে উঠেছে আলো-ঝলমলে সাজে। প্রতি বছরের মতো এবারও এই উৎসব ঘিরে রাজ্যবাসীর আগ্রহ তুঙ্গে, তবে এবারের সবচেয়ে বড় রহস্য—বিশেষ অতিথি কারা?

বিগত বছরগুলিতে কলকাতা চলচ্চিত্র উৎসব মানেই বলিউড তারকাদের উজ্জ্বল উপস্থিতি। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান—প্রায় প্রতি বছরই তাঁরা এই উৎসবের আলো বাড়িয়েছেন। বিশেষত শাহরুখ খানের আগমনকে কেন্দ্র করে উৎসবের প্রথম দিনেই তৈরি হতো তারকাখচিত উন্মাদনা। তবে গত বছর সেই ধারা বদলে গিয়েছিল, যখন কিং খানের জায়গায় দেখা গিয়েছিল বলিউডের ভাইজান সালমান খানকে।

এবছর সেই চমকের তালিকায় কে থাকছেন, তা নিয়ে এখনই নানা জল্পনা। কেউ বলছেন শাহরুখ হয়তো ফিরতে পারেন, আবার কেউ মনে করছেন অন্য কোনও বলিউড তারকা হবেন উদ্বোধনী অনুষ্ঠানের মুখ। গোপন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি স্বয়ং শাহরুখকে ফোন করেছিলেন আমন্ত্রণ জানাতে। তবে কিং খান তাঁর ব্যস্ততার মাঝে এবার কলকাতায় হঠাৎ উপস্থিত হবেন কিনা, তা নিয়ে এখনই নিশ্চিত কিছু জানা যায়নি।

সূত্র মারফত জানা গিয়েছে, এবছরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বলিউডের প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, কিংবদন্তি গায়িকা আরতি মুখোপাধ্যায়, বিশিষ্ট পরিচালক রমেশ সিপ্পি এবং চিত্রনির্মাতা সুজয় ঘোষ। জানা গিয়েছে, রমেশ সিপ্পি বিশেষভাবে শ্রদ্ধা জানাবেন ভারতীয় সিনেমার মহারথী সত্যজিৎ রায়কে।

অবশ্যই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন উৎসবের উদ্বোধনে, যেমনটা প্রতিবছরই হয়ে থাকে। আগামীকাল বিকেল চারটে থেকে শুরু হবে আনুষ্ঠানিক উদ্বোধন। টলি তারকাদের মধ্যেও এবার দেখা মিলবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কোয়েল মল্লিকসহ আরও অনেকের।

এই বছরের উৎসবে প্রায় ৬০টিরও বেশি দেশের ২০০-রও বেশি ছবি প্রদর্শিত হবে বলে জানা গেছে। বিশেষ বিভাগে থাকবে ‘সত্যজিৎ রায় রেট্রোস্পেকটিভ’, ‘গ্লোবাল ক্লাসিক্স’ এবং ‘উইমেন ইন সিনেমা’। নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চিত্রা—সব ক’টি প্রেক্ষাগৃহেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে।

সব মিলিয়ে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ শুধু সিনেমাপ্রেমীদের নয়, গোটা শহরকেই ছুঁয়ে দেবে তার তারকাময় আবহে। এখন শুধু অপেক্ষা—আগামীকাল কে সেই বিশেষ বলিউড চমক, যিনি উপস্থিত হয়ে উৎসবের আলো আরও উজ্জ্বল করবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন